টেস্টে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টেস্টে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ
টেস্টে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ  © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে লজ্জার হার নিয়ে টেস্ট সিরিজ শেষ করলো বাংলাদেশ। ৫১১ রান তাড়া করতে ২৬৮ রানে ৭ উইকেন নিয়ে পঞ্চম দিন শুরু করলেও এক সেশন শেষের আগেই অলআউট হতে হলো বাংলাদেশকে। মিরাজের হাফসেঞ্চুরির সুবাদে বাংলাদেশ গিয়েছে ৩১৮ পর্যন্ত। ফলে সিরিজ হারের পাশাপাশি হোয়াইটওয়াশ হলো শান্ত-লিটনরা।

চট্টগ্রামের এই টেস্টে টাইগারদের পরাজয় ১৯২ রানে। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে। দিনের শুরুতে অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করেছে মিরাজ-তাইজুল জুটি। আগের দিনের ১০ রানের সঙ্গে এদিন মোটে ৪ রান যোগ করেছেন তাইজুল ইসলাম। এই হারের মধ্য দিয়ে সিরিজটা বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে।

হাসান মাহমুদ এরপর ভালোই খেলেছেন। ২৫ বলে করেছেন ৬ রান। বাংলাদেশের অবস্থা বিবেচনায় এমন স্কোর খারাপ বলার সুযোগ কই! তাকে নিয়ে দলের স্কোর ৩০০ পার করেছেন মিরাজ। সিরিজে এটাই বাংলাদেশের প্রথম ৩০০ রান করা। এমনকি নিজেদের টেস্ট ইতিহাসেই এই নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে ৩০০ করেছে বাংলাদেশ। 

যদিও দ্বিতীয় ইনিংসে বেশ ভালোই করেছে বাংলাদেশের বোলাররা। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় আর টাইগারদের উভয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ম্যাচের শুরু থেকেই বেশ পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।

এর আগে ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিনে প্রথমবারের মতো চলতি সিরিজে ২০০ রান পার করেছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫০ রানের পাশাপাশি সাকিব আল হাসানের ৩৬, লিটন দাসের ৩৮ রান বাংলাদেশকে দিয়েছিল বলার মতো স্কোর। শেষ বিকেলে মিরাজের ৪৪ রান চট্টগ্রাম টেস্টকে টেনে নিয়েছিল ৫ম দিন পর্যন্ত।

এর আগে ১ম টেস্টে আরও বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ও বোলারদের দাপুটে বোলিংয়ে ৩৮২ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা।

 

সর্বশেষ সংবাদ