হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম, সঙ্গে সাইফউদ্দীন

হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম, সঙ্গে সাইফউদ্দীন
হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম, সঙ্গে সাইফউদ্দীন  © সংগৃহীত

বিভিন্ন সময়ে শোরুম উদ্বোধন করে আলোচিত-সমালোচিত হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে এবার একই কাজ করে আলোচনায় এসেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। হেলিকপ্টারে করে ফেনীতে এসে শোরুম উদ্বোধন করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দেশের আরেক ক্রিকেটার সাইফউদ্দীন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ফেনী শহরের শহীদ উল্লাহ কায়সার সড়কের বন্ধন কাজী প্যালেসে টপটেন মার্টের শোরুম উদ্বোধন করেন তামিম।

জানা যায়, এদিন বিকাল ৩টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কালো একটি হেলিকপ্টারে করে আসেন তামিমি। হেলিকপ্টার থেকে বের হতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। কোনোমতে ভক্তদের ভিড় সামলে শোরুমের ভেতরে যান। তামিমের সঙ্গে ছিলেন ক্রিকেটার সাইফউদ্দীন। শোরুম উদ্বোধনের পর সবাইকে শুভেচ্ছা জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

তামিমের ফেনীতে শোরুম উদ্বোধন করার বিষয়টি আগেই জানা গিয়েছিল। কদিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে নিজেই জানিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

বেশ কিছু দিন আগে তিনি বিতর্কিত হয়েছিলেন দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়ে। কল্পিত অডিও ফাঁসের সেই প্রচারণায় অংশ নিয়েছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পরে তাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগ দেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। কিন্তু তামিম ও মিরাজের ওই কথোপকথন অনেকে ভালোভাবে নেননি। অডিওটি যে একটি বিজ্ঞাপনের অংশ ছিল সেটা জানার পরও সমালোচনা হয়েছে বেশ।


সর্বশেষ সংবাদ