চেন্নাইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

চেন্নাইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ
চেন্নাইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ  © সংগৃহীত

আগামী শুক্রবার থেকে শুরু হবে ২০২৪ সালের আইপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএলে এবারের ঠিকানা চেন্নাই সুপার কিংস। আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ।

মঙ্গলবার (১৯ মার্চ) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই।

সেখানে মুস্তাফিজ লিখেছেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’

২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে। নিলামের দিন শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন তিনি। বাংলাদেশি এই পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি।

আগামী ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। সেখানে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁ-হাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি।

আইপিএলে ইতোমধ্যেই বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন তিনি। ওই দলে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন টাইগার পেসার। এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে দল বদলে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে।


সর্বশেষ সংবাদ