প্রোগ্রামিং, রোবট, বিজ্ঞান আর বুদ্ধির তিন খেলায় মাতল শিশুরা

বিভিন্ন বিষয়ে নিজেদের পারদর্শীতা দেখাচ্ছে শিশুরা
বিভিন্ন বিষয়ে নিজেদের পারদর্শীতা দেখাচ্ছে শিশুরা  © সংগৃহীত

জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)। স্ক্র্যাচ প্রোগ্রামিং, রোবট প্রদর্শন, পাজল গেম, রুবিক্স কিউব, সুডোকু, দাবা প্রতিযোগিতা এবং বিজ্ঞান প্রদর্শন করার মাধ্যমে আয়োজন করা হয় স্পেশাল ওপেন ডে। 

সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয় জাতীয় শিশু দিবসের এ আয়োজনে। প্রোগ্রামিংয়ের একটি বিশেষ সেশনে অংশ নিয়ে খেলার ছলে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম, অ্যানিমেশন ভিডিও, কার্টুন তৈরী করার পদ্ধতি জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ছাত্র ওমর মোশতাক জাদ। উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে রোবট প্রদর্শন করা হয়। রোবটকে যে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, এ কথা জানতে পেরে সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুনারাহ তাবাসসুম খুবই বিস্মিত হয়।

বিশেষ করে বুদ্ধির তিন খেলা- দাবা, সুডোকু আর রুবিকস কিউব নিয়ে উচ্ছ্বসিত ছিল সবাই। এছাড়া বিজ্ঞানের মজার মজার কিছু প্রদর্শনীর ব্যবস্থা করে মাকসুদুল আলম বিজ্ঞানাগার। উপস্থিত সবাইকে নিয়ে বাজার গেম দেখানো, বিজ্ঞানের ভাষায় পানির রং পরিবর্তনের মজার মজার খেলা দেখানোর পাশাপাশি মাইক্রোস্কোপ দেয়ার সুযোগ দেয়া হয়। পাজল গেম, রুবিক্স কিউব, সুডোকু এবং দাবা খেলায় অংশ নেয় সবাই। 

আরো পড়ুন: এমআইএসটিতে ৩য় সুদীপ্ত প্রকৌশল গুচ্ছে ৮ম, হতে চান প্রকৌশলী

বিডিওএসএন’র সাধারণ সম্পাদক মুনির হাসান এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদসহ আরো অনেকে শিশুদের সঙ্গে সময় কাটান। উপস্থিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা। ভবিষ্যতেও এমন ওপেন ডে আয়োজন নিয়মিতভাবে করার কথাও বলেছেন। 

উল্লেখ্য, মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং স্ক্র্যাচ বাংলাদেশ’র সহযোগিতায় এ দিবসের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence