মেসির নাম বলে অপহরণ থেকে বাঁচলেন ৯০ বছরের বৃদ্ধা

মেসির নাম বলে অপহরণ থেকে বাঁচলেন ৯০ বছরের বৃদ্ধা
মেসির নাম বলে অপহরণ থেকে বাঁচলেন ৯০ বছরের বৃদ্ধা  © সংগৃহীত

অস্ত্রের মুখে মেসির নাম বলে হামাসের অস্ত্রধারী অপহরণকারীর হাত থেকে রক্ষা পেয়েছেন ৯০ বছর বয়সী এক নারী। ফিলিস্তিনে ইসরায়েলি সংঘাতের সময় গাজার কিবুতজ নির ওজ এলাকায় হামাসের হাতে বন্দী হয়েছিল একটি পরিবার। ওই পরিবারের ৯০ বছর বয়সী এক নারী নিজেকে লিওনেল মেসির দেশের মানুষ পরিচয় দেয়ায় হামাসের সদস্যরা তাকে ছেড়ে দেয়। তবে অপহরণের শিকার হন তার নাতী-নাতনী।

ঘটনা গত বছরের ৭ অক্টোবরের। সেই নারীর নাম এস্তার কুনিও। কুনিও এবং তাঁর পরিবারের সদস্যদের ইসরায়েলি ভেবে বন্দী করে নিয়ে যেতে চেয়েছিল হামাসের সদস্যরা। তবে ৯০ বছর বয়সী বৃদ্ধা কুনিও মেসির নাম নিয়ে নিজে বেঁচে ফিরেছেন।

হামাসের অপহরণের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি তাকে বলেছিলাম আর্জেন্টাইন, স্প্যানিশে কথা বলতে পারি। আমি তাদের ভাষা বুঝতে পারিনি। আরবী ভাষা এবং আমি খুব কম হিব্রু ভাষায় কথা বলতে পারি। আমি আর্জেন্টাইন স্প্যানিশে কথা বলি, তখন সে জিজ্ঞেস করে আর্জেন্টিনা কি।’

‘তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ফুটবল দেখো? সে বললো আমি ফুটবল পছন্দ করি এবং তাকে বলেছিলাম আমি মেসির দেশের মানুষ। তখন সে বিস্ময় প্রকাশ করে এবং বলে আমি মেসিকে ভালোবাসি। সে আমার কাঁধে হাত রেখে বন্দুক আমাকে দেয় এবং শান্তির সাইন (ভি) দেখিয়ে একটি ছবি তোলে।’

এদিকে কুনিও নিজে রক্ষা পেলেও তাঁর নাতি-নাতনিদের বন্দী করে নিয়ে গিয়েছে হামাস। এদিকে মেসির প্রতি এক আর্জি জানিয়েছেন কুনিও। তিনি বলেন, ‘যদি তিনি (মেসি) জানেন যে, আমি তাঁর নাম বলে রক্ষা পেয়েছি, এখন আমি ওখানে (গাজায়) আটকে থাকা আমার নাতি-নাতনিদের রক্ষার জন্য একই কথা বলব। আমি তাঁকে বলব, দয়া করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কারণ তারা আমার কাছে সোনার মতো মূল্যবান।’


সর্বশেষ সংবাদ