সিলভার আয়রনম্যান অ্যাথলেট হলেন মিশু বিশ্বাস

মিশু বিশ্বাস
মিশু বিশ্বাস  © টিডিসি ফটো

২০২৪ সালের জন্য সিলভার অ্যাথলেট স্ট্যাটাস স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি অ্যাথলেট মিশু বিশ্বাস। তিনি বাংলাদেশ পুলিশের এডিসি। শুক্রবার (১২ জানুয়ারি) এই স্বীকৃতি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট দিয়ে জানিয়েছেন মিশু বিশ্বাস। 

প্রতিবছর বিশ্বের সকল আয়রনম্যান অ্যাথলেট পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রথম ২ শতাংশকে গোল্ড, এরপরের ৭ শতাংশকে সিলভার ও  এরপরের ১৭ শতাংশকে ব্রোঞ্জ স্ট্যাটাসে স্বীকৃতি দেওয়া হয়। 

এ বিষয়ে মিশু বিশ্বাস তার ফেসবুক পোস্টে লিখেন, ‘২০২৩ সালের আয়রনম্যান রেসসমূহে পারফরম্যান্সের উপর ভিত্তি করে ২০২৪ সালের জন্য আমাকে সিলভার এ্যাথলেট স্ট্যাটাস স্বীকৃতি দেয়া হয়েছে।’ তার এই স্বীকৃতি অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!