সিরিজ জয়ের হাতছানি নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  © সংগৃহীত

নিউ জিল্যান্ড সফরে আরও একবার কয়েনভাগ্য এলো নাজমুল হোসেন শান্তর পক্ষে। প্রথম টি-টোয়েন্টির মতো এবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

ঘরের মাঠে সহায়ক উইকেট বানিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। তবে কিউইদের বিপক্ষে তাদের দেশে আগে কখনও এই সুযোগও তৈরি করতে পারেনি বাংলাদেশ।

এবার সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। 

সিরিজ জয়ের মিশনে আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ওপেনিংয়ে জুটিতে। কারণ ওপেনার লিটন দাসকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। প্রথম ম্যাচে নেপিয়ারে ব্যাট করার সময় রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন লিটন। সেদিন চোট নিয়েই পুরোটা সময় ব্যাটিং করেছেন। রান নিতে খানিকটা অস্বস্তিতে ভুগছিলেন তা স্পষ্টই বোঝা যাচ্ছিলো। তারপরও দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।


সর্বশেষ সংবাদ