ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  © সংগৃহীত

মারুফ মৃধার বিধ্বংসী বোলিংয়ের পর আরিফুলের ৯০ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপেক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের দল। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া সংযুক্ত আরব আমিরাত। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৮৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৯০ বলে ৯৪ রান করে বাংলাদেশের রান তাড়ার নায়ক আরিফুল। 

দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে মারুফ মৃধার বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে ভারত। প্রথম তিন উইকেটের সবকটি তুলে নেন বাঁহাতি এই পেসার। ১৩ রানে ৩ উইকেট হারানো ভারত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু টাইগার বোলারদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত।
 
তবে সপ্তম উইকেটে মুশির খান ও মুরুগান অভিষেক মিলে গড়েন ৮৪ রানের জুটি। দুইজনই অর্ধশতক তুলে নেন। ৬১ বলে ৫০ রান করে ফেরেন মুশির আর অভিষেক করেন ৭৪ বলে ৬২। শেষ দিকে কোন ব্যাটার উল্লেখযোগ্য রান না পাওয়ায় ৪২.৪ ওভারে মাত্র ১৮৮ রানেই অলআউট হয়ে যায় ভারত।
 
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মারুফ মৃধা। ১০ ওভারে ৪১ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। রোহানাত দৌল্লা বরসন ও শেখ পাভেজ জীবন পেয়েছেন দুইটি করে উইকেট।
 
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। রিজওয়ানকে নিয়ে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন আশিকুর রহমান শিবলী। তবে ২১ রানের মাথায় রিজওয়ান প্যাভিলিয়নে ফিরলে বেশিক্ষণ টেকেননি শিবলিও। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করা এই ব্যাটার ফেরেন দলীয় ৩৪ রানে।


সর্বশেষ সংবাদ