গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার বিরাট কোহলি

বিরাট কোহলি
বিরাট কোহলি  © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি কোম্পানি সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে।  গুগল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ ২৫ বছরের ইতিহাসে ক্রিকেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তিনি আর কেউ নন, বর্তমান বিশ্বের ও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি।

২৫ বছরে বিভিন্ন বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলো নিয়ে প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওর ক্যাপশনে জায়ান্ট কোম্পানিটি লিখেছে, ‘যদি গত ২৫ বছরে আমরা কিছু শিখে থাকি, পরবর্তী ২৫ বছরে তা পরিবর্তন হয়ে যাবে।

এখানে সর্বকালের সর্বাধিক অনুসন্ধান করা মুহূর্তগুলি রয়েছে। সেই ভিডিওতে জানানো হয়েছে, এখন পর্যন্ত গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার হলেন বিরাট কোহলি।

বর্তমান বিশ্বের ও ভারতের অন্য্যতম সেরা ক্রিকেটার কোহলি। কোহলি সর্বপ্রথম পর্দায় আসেন ২০০৮ সালে ভারতকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতেন। 

আরও পড়ুন: প্রথমবারের মতো বাংলাদেশি ব্যাট ব্র্যান্ড এমকেএস আইসিসির স্বীকৃতি পেল

আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ভারতীয় এই ব্যাটার। কিছুদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও রেকর্ড গড়েছেন কোহলি। টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে গড়েন সেঞ্চুরির ফিফটি।


সর্বশেষ সংবাদ