প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদা

আইসিসিস মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা
আইসিসিস মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা  © সংগৃহীত

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ২৩ বছর বয়সী নাহিদা।

নাহিদা পেছনে ফেলেছেন তাঁর সতীর্থ ফারজানা হক ও পাকিস্তান স্পিনার সাদিয়া ইকবালকে। পাকিস্তানের বিপক্ষে গত মাসে বাংলাদেশের ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। এবার দারুণ পারফরম্যান্সের আরও একটি পুরস্কার পেলেন তিনি।

পুরস্কার জিতে আপ্লূত নাহিদা আইসিসিকে জানিয়েছেন, 'এটা দারুণ মুহূর্ত। তিনি বলেন, 'ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অভিজ্ঞ প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়াটা আমার কাছে অনেক কিছু এং আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়াটা অনুপ্রেরণার বড় উৎস আমার জন্য।'

প্রথম বাংলাদেশি হিসেবে 'প্লেয়ার অব দা মান্থ' জিতলেন নাহিদা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় অবদান রাখায় এই পুরস্কার পেলেন তিনি। টি-টোয়েন্টিতে রেকর্ডটা অবশ্য তাঁর দখলে। এই সংস্করণে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট এখন তাঁর।

এদিকে, আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।


সর্বশেষ সংবাদ