ফের ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি টেনিস তারকা এভার্ট

ক্রিস এভার্ট লয়েড
ক্রিস এভার্ট লয়েড  © সংগৃহীত

আবারও ক্যান্সার ফিরে এসেছে টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট লয়েডের শরীরে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে একটি পিইটি সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায় তার কোমরের নীচের অংশে আবারও ক্যান্সারের কোষ তৈরি হয়েছে। এর আগে চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও ফের এই রোগে আক্রান্ত হয়েছেন ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা।

এক্সে ক্রিস লিখেছেন, ‘‘সত্যি বলতে কখনও শুনতে চাইনি এই খবরটা। কিন্তু আবারও আমার ক্যান্সার ধরা পড়েছে। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ধরা পড়েছে এই রোগ। চলতি সপ্তাহে একটি পিইট সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায় আমার কোমরের নীচের অংশে আবারও ক্যান্সারের কোষ তৈরি হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেই কোষগুলো সরিয়ে দেওয়া হয়। ফের কেমোথেরাপি শুরু হয়েছে।’’

ক্যান্সারের কারণে আসন্ন অস্ট্রেলীয় ওপেনে ধারাভাষ্য দিতে পারবেন না ক্রিস। বলেছেন, ‘‘আমার সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারের অস্ট্রেলীয় ওপেনে আমাকে ধারাভাষ্য দিতে আর দেখা যাবে না।’’

ক্রিস্টিন ম্যারি ক্রিস বা ক্রিস এভার্ট’র জন্ম ১৯৫৪ সালের ২১ ডিসেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্র্রে জন্মগ্রহণকারী বিশ্বের সাবেক ১নং প্রমিলা টেনিস খেলোয়াড় তিনি। ১৯৭৯ থেকে ১৯৮৭ পর্যন্ত তিনি ক্রিস এভার্ট-লয়েড নামে পরিচিত ছিলেন। তিনি ১৮ বার গ্র্যান্ড স্ল্যামের এককে ও ৩ বার দ্বৈত শিরোপা জয় করেছিলেন। ১৯৭৪ থেকে ১৯৭৮, ১৯৮০ ও ১৯৮১ সালে বছর শেষে তিনি বিশ্বের ১নং খেলোয়াড় ছিলেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে সর্বমোট ১৫৭ একক ও ২৯বার দ্বৈত শিরোপা লাভ করেন ক্রিস এভার্ট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence