আইপিএলের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি, নেই সাকিব–লিটন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
কোনো দ্বিধা ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় টুর্নামেন্ট। এবার বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস নেই আইপিএলের ড্রাফটেও। চলতি মাসে দুবাইতে হতে যাওয়া আইপিএলের নিলামের জন্য ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে বাংলাদেশের ৬ জন ক্রিকেটার রয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে যাঁরা আছেন—মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজ ও তাসকিন আহমেদ। সাকিব-লিটন না থাকলেও দুই কোটি রুপি ভিত্তিমূল্যের পুলে আছেন মোস্তাফিজুর রহমান।
তাঁকেও ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সোমবার (২৭ নভেম্বর) মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে আবার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছিল দিল্লি। মুস্তাফিজকে মিস করার কথা জানিয়ে তারা লিখেছে, ফিজি ২০২৪ সালে তোমাকে এবং তোমার এই হাসি মিস করবো।
২০২২ সালে দুই কোটি রুপি ভিত্তি মূল্য দিয়ে মুস্তাফিজকে কিনেছিল দিল্লি। সেই আসরে ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার। পরের আসরে তাকে ধরে রাখে দিল্লি। আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। এবারই প্রথমবার আইপিএল নিলাম হতে যাচ্ছে ভারতের বাইরে।
আরও পড়ুন: মুস্তাফিজ ও তার হাসিকে মিস করবো: দিল্লি ক্যাপিটালস
নিলামের জন্য নাম লেখানো ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে বেশি ভারতের ৮৩০ জন। যাদের মধ্যে ১৮ জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন দেশের ক্রিকেটার আছেন ৩৩৬ জন। এদের মধ্যে ২১২ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া অভিষেক হয়নি এরকম ক্রিকেটার আছেন ৯০৯ জন, ৪৫ জন সহযোগী দেশের।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেডসহ সাতজন ক্রিকেটার আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির পুলে।