সাদা বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে কোহলি!

বিরাট কোহলি
বিরাট কোহলি  © সংগৃহীত

কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে অনন্য রেকর্ডের মালিক এখন বিরাট কোহলি। তবে এবার হঠাৎ সাদা বলের খেলা থেকে বিরতি নিচ্ছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে খেলবেন না এই তারকা ব্যাটসম্যান। 

জানা যায়, কোহলি বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছেন আপাতত সাদা বলের ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি। কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করবে নির্বাচক কমিটি। যেখানে বিরাট কোহলির নাম থাকবে না।

একেবারে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে কি বিশ্বকাপে হারের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে চাইছেন কিং কোহলি!

ধারণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দিয়ে ক্রিকেটে ফিরবেন কোহলি। তবে সেই সিরিজেও সাদা বলের ক্রিকেট খেলবেন না তিনি। আপাতত লাল বলের ক্রিকেট খেলতে চান বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটার। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৬ ডিসেম্বর দেশ ছাড়বে ভারতীয় দল। সেই সফরে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট খেলবে ভারত। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। আর টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে। কোহলি এই তিন সিরিজের মধ্যে শুধু টেস্ট খেলবেন। 

আরও পড়ুন: শচিনকে ছাড়িয়ে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি কোহলির

উল্লেখ্য, বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন কোহলি। এই ডানহাতি টপ অর্ডার ১১ ম্যাচে ৭৬৫ রান করেছেন। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।

৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচিন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!