বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠবে আগামী বছরের শুরুতে। বাংলার ক্রিকেটের তিন নক্ষত্র তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমক আগেই দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। তবে এবার ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে দলটির হয়ে খেলতে আসবেন নিউজিল্যান্ডের বাঁহাতি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। 

তবে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না এ দুই ক্রিকেটারকে। এদিকে তামিম ইকবাল ফিটনেসের সেরা পর্যায়ে আছে বলে দাবি ফ্র্যাঞ্চাইজিটির। বিপিএল দিয়ে আবারো কামব্যাক করতে যাচ্ছেন খান সাহেব। তামিমের চোখ এখন শুধুই বিপিএলের দিকে। এ টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন, নিজের সেরাটা দিয়ে খেলতে চান টাইগার ওপেনার।

মূলত পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে পুরো আসরের জন্য পাবে না বরিশাল। তাদের পরিবর্তে দলটি সাইন করাবে এই দুই ক্রিকেটারকে। এই তথ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

তার দল ফরচুন বরিশালও তামিমকে নিয়ে দারুন আশাবাদী। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, তামিম সুপার ফিট। আগামী বছর আপনি দেখবেন সে বিপিএলের সেরা খেলোয়াড় হবে।

৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন বিপিএলের ড্রাফটে। মুশফিকুর রহিমকে প্রথম ডাকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটে মুশফিকের পারশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ৮০ লাখ টাকা। 

এখন পর্যন্ত বিপিএলের ৯ আসরে কখনই শিরোপার স্বাদ পাননি মুশফিকুর রহিম। সেই অধরা শিরোপার খোঁজে মুশফিক এবার ফরচুন বরিশালে। গত বিপিএলেও ফাইনাল খেলেছিলেন। পেয়েছিলেন ফিফটিও। তবে শিরোপা জেতা হয়নি। 

আরও পড়ুন: দলে জায়গা না পেয়ে পাকিস্তানি অলরাউন্ডারের অবসর ঘোষণা

ফরচুন বরিশালে মুশফিকের সঙ্গে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদকে। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে এরই মধ্যে তারা নিশ্চিত করেছে ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ভেল্লালাগেকে।

এরইমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের তারকা খেলোয়াড় দিয়ে বড় চমক আনতে চলেছে দক্ষিণের ফ্যাঞ্চাইজিটি। বিশ্বকাপের ডাবল সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল ও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে।

ফরচুন বরিশাল
রিটেইন- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ ও ইব্রাহীম জাদরান।
ডিরেক্ট সাইনিং- তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ওয়েলালাগে।
ড্রাফট থেকে- রাকিবুল হাসান, মুশফিকুর রহিম


সর্বশেষ সংবাদ