উড়তে থাকা মেসির আর্জেন্টিনাকে থামিয়ে দিল উরুগুয়ে

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জয়রথ থামিয়ে দিয়েছে উরুগুয়ে
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জয়রথ থামিয়ে দিয়েছে উরুগুয়ে  © গোল ডটকম

কাতার বিশ্বকাপে ঘরে তুলে নিয়েছে তৃতীয় বিশ্বকাপ শিরোপা। যদিও সৌদি আরবের কাছে পরাজয়ে অনিশ্চিত যাত্রা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। বিশ্বকাপের পরের প্রীতি ম্যাচেও দুটিতেই জয় পায় তারা।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে জিতে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল আলবিসেলেস্তেরা। তবে উড়তে থাকা আর্জেন্টিনার জয়রথ থামাল উরুগুয়ে। ঘরের মাঠেই মেসিদের ২-০ গোলে হারিয়েছে লুইস সুয়ারেজরা।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার  বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনা ও উরুগুয়ে মুখোমুখি হয়। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে নামে দু’দল। শুরু থেকেই আলবিসেলেস্তেদের চাপে রাখে সফরকারীরা।

আরো পড়ুন: প্রোটিয়াদের সঙ্গে হারতে হারতে জিতে ফাইনালে অজিরা

৪১ মিনিটে রোনাল্ড আরাউজোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া ছিলেন মেসিরা। তবে বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এরইমধ্যে ৮৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন ডারউইন নুনেজ। এতে ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়েন স্কালোনির শিষ্যরা।


সর্বশেষ সংবাদ