বিপিএলে দেশি তারকারা কে কোন দলে

বিপিএলে দেশি প্লেয়ার কে কোন দলে
বিপিএলে দেশি প্লেয়ার কে কোন দলে  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে। ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন বিপিএলের ড্রাফটে। মুশফিকুর রহিমকে প্রথম ডাকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। দেশি ক্রিকেটারদের ড্রাফটে সবার চেয়ে দামি ক্রিকেটার মুশফিকুর রহিম। 

দেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট  নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা, রুবেলকে নিয়েছে খুলনা।

দেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাজের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

দেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে বরিশাল নিয়েছে সাইফুদ্দিনকে। মহিদুল ইসলাম অংকন গেছেন কুমিল্লায়, সৈকত আলি চট্টগ্রামে, সিলেট নিয়েছে আরিফুল হককে, আলাউদ্দিন বাবু গেছেন ঢাকায়, রিপন মন্ডলকে নিয়েছে রংপুর, পারভেজ ইমন গেছেন খুলনায়।

দেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে হাবিবুর রহমান সোহানকে নিয়েছে খুলনা। রংপুরে গেছেন হাসান মুরাদ, ঢাকায় এসএম মেহেরাব হোসেন, সিলেটে ইয়াসির আলি রাব্বি, ইমারনুজ্জামানকে নিয়েছে চট্টগ্রাম, কুমিল্লায় রিশাদ হোসেন, সৌম্যকে নিয়েছে বরিশাল।

দেশি ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডের প্রথম ডাকে মুশফিক হাসানকে নিয়েছে কুমিল্লা, আকবর আলি গেছেন খুলনা, ফজলে রাব্বি গেছেন রংপুরে, প্রিতম কুমারকে নিয়েছে বরিশাল, সিলেটে গেছেন শফিকুল ইসলাম, চট্টগ্রামে গেছেন সালাউদ্দিন সাকিব, সাব্বির হোসেনকে নিয়েছে ঢাকা।

ক্যাটাগরি ‘এ’
দেশি - মুশফিকুর রহিম

ক্যাটাগরি ‘বি’
দেশি – ইমরুল কায়েস, আফিফ হোসেন, এবাদত হোসেন, রনি তালুকদার

আরও পড়ুন: বরিশালের হয়ে খেলবেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ

ক্যাটাগরি ‘সি’
দেশি – নাঈম শেখ, মুমিনুল হক, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শামিম হোসেন পাটওয়ারী, ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল ইসলাম অপু, মৃত্যুঞ্জয় চৌধুরী, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি

ক্যাটাগরি ‘ডি’
দেশি – সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, আরিফুল হক, আকবর আলি, এনামুল হক জুনিয়র, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ, জুনাইদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, শামসুর রহমান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, নাঈম ইসলাম, রেজাউর রহমান

ক্যাটাগরি ‘ই’
দেশি – মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, তানবির হায়দার, আমিনুল ইসলাম বিপ্লব, সোহরাওয়ার্দি শুভ, নাহিদ রানা, রবিউল ইসলাম, শামসুল ইসলাম, রকিবুল হাসান, রিশাদ হোসেন

এছাড়াও ‘এফ’ ও ‘জি’ ক্যাটাগরিতে হয়েছেন তরুণ অনেক খেলোয়াড়।

এদিকে, বাংলার ক্রিকেটের তিন নক্ষত্র তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের পর মুশফিকুর রহিমকেও দলে ভেড়ালো ফরচুন বরিশাল। তিন নম্বরে ডাকের সুযোগ মিলতেই বরিশালের হয়ে মুশফিককে ডেকে নেন বন্ধু তামিম ইকবাল। ক্যাটাগরি এ থেকে ভিত্তিমূল্য আশি লাখে তাকে দলে টানে  ফ্রাঞ্চাইজিটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence