বিপিএলে জায়গা হয়নি নাসিরের

বিপিএলের জার্সিতে নাসির হোসেন
বিপিএলের জার্সিতে নাসির হোসেন  © ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে নাসির হোসেন ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার। ঢাকা ডমিনেটরসের হয়ে তিনি ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে রান করেছেন ৩৬৬। বল হাতে ১৪.৬ গড়ে নিয়েছেন ১৬টি। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও আগামী বিপিএলে খেলা হচ্ছে না তার।

শুধু বিপিএল নয়, তাঁর বিরুদ্ধে আনা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে দেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলতে পারবেন না নাসির।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, আমরা তাঁকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।’

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। ২০২১ সালের টুর্নামেন্টে ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল, যদিও সেটি ব্যাহত হয়। এ জন্য নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। গত ১৯ সেপ্টেম্বরের আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭টি শ্রেণিতে ২০৩ জন স্থানীয় ক্রিকেটারকে বিপিএলের ড্রাফটের তালিকায় রাখা হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে যারা ‘এ’ শ্রেণিতে, তাদের পারিশ্রমিক গতবারের মতোই ৮০ লাখ টাকা থাকছে। ‘এ’ শ্রেণি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে নাম উঠবে শুধু মুশফিকুর রহিমের। বাকিদের সঙ্গে এর মধ্যেই বিভিন্ন দলের চুক্তি হয়ে গেছে।

‘বি’ শ্রেণিতে (৫০ লাখ) আছেন চার ক্রিকেটার। তাঁরা হলেন আফিফ হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার ও ইবাদত হোসেন। ৩০ লাখের ‘সি’ শ্রেণিতে আছেন ১৮ জন। ‘ডি’ শ্রেণিতে (২০ লাখ) আছেন ৩১ ক্রিকেটার। ৭৫ ক্রিকেটার আছেন ১৫ লাখ টানা পারিশ্রমিকের ‘ই’ শ্রেণিতে। ‘এফ’ শ্রেণিতে (১০ লাখ) ২৯ ক্রিকেটার ও ‘জি’ শ্রেণিতে (৫ লাখ) আছেন ৪৫ জন ক্রিকেটার।

এছাড়া বিপিএল ড্রাফটের বিদেশি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন ৪৪৮ জন ক্রিকেটার। ‘এ’ শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার। ‘বি’ শ্রেণি ৬০ হাজার, ‘সি’ শ্রেণি ৪০ হাজার, ‘ডি’ ৩০ হাজার ও ‘ই’ শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence