প্রধানমন্ত্রীকে ‘না’ বলতে পারিনি: তামিম

প্রধানমন্ত্রীর সাথে তামিম ইকবাল, মাশরাফি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
প্রধানমন্ত্রীর সাথে তামিম ইকবাল, মাশরাফি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন  © সংগৃহীত

বৃহস্পতিবার (৬ জুলাই) অনেকটা হঠাৎ করেই ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানান বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে খ্যাত তামিম ইকবাল। চট্টগ্রামের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এ তারকা।

তামিমের এ সিদ্ধান্তে হতবাক হয়েছিল সমগ্র ক্রিকেটাঙ্গন। বিসিবির পক্ষ থেকে তামিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন সভাপতি নাজমুল হাসান পাপন। শেষপর্যন্ত সাবেক অধিনায়ক মাশরাফির মাধ্যমে তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। স্ত্রীসহ দুপুর ৩.০০ টার দিকে গণভবনে প্রবেশ করেছেন তামিম ইকবাল। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টা তিনেক আলাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। তবে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে খেলছেন না তিনি। আপাতত দেড় মাসের মতো সময় বিশ্রামে থাকবেন। জানা গেছে, কিছুদিন পর অবকাশ যাপনে দুবাই যাবেন এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। 

তিনি আরো বলেন, আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে ফিট হয়ে ফিরতে পারি।

এর আগে, তামিমের অবসরের ঘোষণায় জরুরি বোর্ড সভা ডাকে বিসিবি। নতুন অধিনায়ক না দিয়ে চলতি সিরিজে ভারপ্রাপ্ত হিসেবে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে বোর্ড। নতুন অধিনায়ক না দিয়ে তামিমের জন্য পথ খোলা রেখেছে বোর্ড। গতকাল সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence