চাপের কারণেই বার্সায় ফেরেননি মেসি

বার্সেলোনাকে বিদায় জানানোর সময়,অশ্রুশিক্ত মেসি
বার্সেলোনাকে বিদায় জানানোর সময়,অশ্রুশিক্ত মেসি  © ফাইল ফটো

ছোটবেলা থেকে বার্সালোনাতেই বেড়ে উঠেছেন লিওনেল মেসি। কিন্তু ২০২১ সালে বার্সালোনার আর্থিক সীমাবদ্ধতার কারণে ইচ্ছার বিরুদ্ধেই ক্লাব ছাড়তে বাধ্য হন মেসি। যোগ দেন পিএসজিতে। 

কিন্তু পিএসজিতে গিয়ে নতুন ক্লাবে ও নতুন শহরে মানিয়ে নিতে বেশ ভোগান্তিতে পড়তে হয় এই ফুটবল তারকাকে। সবশেষ মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ভক্তদের সঙ্গে সম্পর্কেও ফাটল ধরে তার।এসবের মাঝেই ২০২৩ এ পিএসজির সাথে দুই বছরের চুক্তির সমাপ্তি ঘটে মেসির।

ধারণা ছিল পিএসজির সাথে চুক্তি শেষে হয়ত আবারও বার্সায় ফিরবেন মেসি। কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা সবসময়ই বলেছেন, ক্লাব কিংবদন্তির জন্য তাদের দরজা সবসময়ই খোলা। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বার্সেলোনার সঙ্গে এক আলোচনার পর বলেছিলেন, তার ছেলের প্রিয় ক্লাবে ফেরার ইচ্ছা আছে।

তবে শেষ পর্যন্ত বার্সেলোনায় ফেরা হয়নি মেসির। যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে। ৩৬ বছর বয়সী এই ফুটবলার নিজেই জানান, ২০২১ সালের মতো পরিস্থিতিতে এড়াতেই ইচ্ছা থাকলেও বার্সেলোনায় ফেরার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন।

হুয়ান লাপোর্তা বললেন, প্যারিসে অসুখী মেসির ইচ্ছা ছিল শৈশবের দলেই ফেরার কিন্তু চাপ নিতে চাননি বলে বেছে নিয়েছেন নতুন ঠিকানা।তবে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারের সিদ্ধান্তকে সম্মান করে বার্সা।

তিনি আরও বলেন, মেসি বার্সায় ফিরতে চেয়েছিল। প্যারিসে তার সময়টা খুব কঠিন ছিল। তার বাবা (হোর্হে মেসি) আমাকে বলেছিলেন যে, মেসি এই চাপ নিতে চায় না। কাতালানরা তাকে সম্মান করে। আমরা চাই সে (ইন্টার) মায়ামিতে খুব ভালো করুক। বার্সা সবসময় তার বাড়ি হয়েই থাকবে।


সর্বশেষ সংবাদ