নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট

নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট
নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট  © সংগৃহীত

বিশ্বের অন্যতম ফুটবল তারকাদের মধ্যে নেইমার একজন। ক্লাব ফুটবলে খেলে থাকেন ফরাসি ক্লাব পিএসজিতে। ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারকে এবার বিক্রির তালিকায় রেখেছে পিএসজি। দলবদলের বাজারে আবারও নাম উঠেছে ব্রাজিলের পোস্টার বয় নেইমারের। পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি নেইমারের বিক্রির ঘোষণার পর, তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

এরই মধ্যে বেশকিছু সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, নাসের আল খেলাইফির সঙ্গে কথাও কিনা বলেছেন বোয়েলি। তার সঙ্গে সাক্ষাৎ করে নেইমারের বিক্রির অপশন জানতে চেয়েছেন। নেইমারকে আগে থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন চেলসির মালিক টড বোয়েলি।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নেইমারকে নিতে আগ্রহের কথা জানিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। সেই সময় ইংলিশ ক্লাবের পক্ষ থেকে পিএসজির মালিক নাসির আল খেলাইফির সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছিল ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।

এদিকে শুধু চেলসিই নয়, আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে কিনতে চাইছে। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মারকেতো দাবি করেছে, নেইমার পরিস্থিতির ওপর ক’মাস ধরেই চোখ রাখছে রেড ডেভিলসরা। জানুয়ারির দলবদলের সময়ও নাকি নেইমারের বিষয়ে খোঁজ খবর নিয়েছিল প্রিমিয়ার লিগের ধনী এই ক্লাবটি।

তবে তখন ম্যানচেস্টার ইউনাইটেড কেনা-বেচা নিয়ে বেশ জটিল অবস্থায় পড়েছিল  গ্লাজের ফ্যামিলি। যার কারণে তখন নেইমারকে কিনতে পারেনি তারা। তবে এবার আবারও আগ্রহ দেখিয়ে ইংলিশ লিগের সবচেয়ে সফল দলটি।

আরও পড়ুন: রোনালদোর শাস্তি চান নারী আইনজীবী

মৌসুমের শুরুর সময়ও নেইমারকে বিক্রির গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত কেউ তার প্রতি আগ্রহ না দেখায় শেষ পর্যন্ত পিএসজিতেই রয়ে যান নেইমার। ২০২৭ সালের জুন পর্যন্ত ৩১ বছর বয়সী নেইমারের সঙ্গে প্যারিসিয়ানদের চুক্তির মেয়াদ ছিল। বড় ম্যাচের আগে ইনজুরিতে পড়ায় তাকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন ক্লাবটির সভাপতি। 

এদিকে গোড়ালির ইনজুরিতে পরে চলতি মৌসুম থেকে ছিটকে গেছে নেইমার। ইতোমধ্যে ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার শেষদিকে আছেন নেইমার। কিন্তু এখনই তিনি মাঠে নামতে পারছেন না।  ইনজুরিতে পড়ার আগে নেইমার পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৯ ম্যাচে করেছিলেন ১৯ গোল। বেশ দারুণ ছন্দেই ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে অনেক আকাশচুম্বী মূল্য ব্রাজিলিয়ান তারকাকে দলে ভিড়িয়েছিল ফরাসি ক্লাবটি। তখন ২২ কোটি ২০ লাখ ইউরোতে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজির হয়ে ১৬৫ ম্যাচে ১১৫ টি গোল করেছিলেন এ তারকা ফুটবলার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence