আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিফটি তুলে নিলেন মুশফিক, ছিলেন রোজা

রোজা রেখেই মুশফিকের ফিফটি
রোজা রেখেই মুশফিকের ফিফটি  © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দিনের শুরুতেই বোল্ড হয়ে ফিরেছেন মুমিনুল হক। ৪০ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে চাপে ছিল টাইগাররা। তবে চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। ঢাকা টেস্টে রোজা রেখেই খেলা চালিয়ে মুশফিকের ফিফটি।

বুধবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নামে টাইগাররা। এদিন মুমিনুলের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

সাকিবের পর মুশফিকের ফিফটি

অনেক মুসলিম ক্রিকেটারই পবিত্র রমজান মাসে রোজা রেখে খেলা চালিয়ে যান। তার বড় উদাহরণ যেন মুশফিকুর রহিম। ধর্ম ও জীবনের অংশ হিসেবে রোজা রাখছেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সকালে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে মুশফিক পূর্ণ করেন অর্ধশতক। রোজা রেখে মুশফিকের মাঠে নামার নজির এটাই প্রথম নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোজা রেখে খেলেছিলেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।

আরও পড়ুন: নিঃস্ব ব্যবসায়ীদের পাশে সাকিব-তাসকিনরা

সাকিব-মুশফিকের অনবদ্য জুটিতে ভর করে আয়ারল্যান্ডের ২১৪ রানের সংগ্রহ পেরোনো কেবল কিছু সময়ের অপেক্ষা। আর মাত্র ৪৪ রান নিলেই লিড পাবে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। ৭২ বলে ছয় চার ও এক ছক্কায় ৫২ রানে খেলছেন মুশফিক। হ্যারি টেক্টরকে বাউন্ডারি হাঁকিয়ে ৬৯ বলে ফিফটি করেন মুশফিক। ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি।

মুমিনুল ফিরলেও লড়ছেন মুশফিক-সাকিব

ব্যাট হাতে আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ৪৫ বলে ১০ চারে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি। ৭৪ বলে ১২ চারে সাকিবের রান ৭৪। দু’জনের জুটিতে এখন পর্যন্ত স্বাগতিক স্কোরবোর্ডে ১২৮ রান এসেছে। 

এর আগে দ্রুতগতিতে রান তুলেছেন অধিনায়ক সাকিব। ফলে মাত্র ৪৫ বলেই সাদা পোশাকে তিনি ৩১তম ফিফটি তুলে নিয়েছেন। সাকিব-মুশফিকের অনবদ্য জুটি বাংলাদেশের দ্রুত উইকেট পতনের চাপ বেশ ভালোভাবেই সামাল দিয়েছে। একইসঙ্গে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের।


সর্বশেষ সংবাদ