সিরিজ জয়ের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ২০ মার্চ ২০২৩, ০১:২৭ PM
সিরিজ নিশ্চিত করতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। সিরিজ জয়ের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে তামিম বাহিনী।
সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে দুই দল। দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস-এ।
সিলেটে প্রথম ওয়ানডেতে দুটি রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। সাকিব-হৃদয়ের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তুলে ৩৩৮ রান। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে জুটিয়ে যায় আইরিশরা। ১৮৩ রানের জয়ের মাধ্যমে হয়েছে আরও একটি রেকর্ড। এর চেয়ে বেশি রানে আগে জেতেনি বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুর ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্তিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাদায়ের, বেঞ্জামিন হোয়াইট ও গ্রাহাম হুম।
আগামী ২৩ মার্চ সিরিজের শেষ ওয়ানডে।