ওয়ানডেতে ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ, টেস্টে এবাদত

 বর্ষসেরা পুরস্কার নিজেদের করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন
বর্ষসেরা পুরস্কার নিজেদের করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন  © সংগৃহীত

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার নিজেদের করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন। অনন্য এক ইতিহাস গড়ে ২০২২ সালে বাংলাদেশের শুরুটা হয়েছিল। ঐ বছরেই নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট জেতে টিম বাংলাদেশ। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার মাটিতে জেতা ওয়ানডে সিরিজ। গত বছর ভারতকেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় টাইগাররা। এবার ২০২২ সালের সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। এবাদত জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার।

মাউন্ট মুঙ্গানুই টেস্টের নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি। যার ফলে জয়ের দেখাও পেয়েছিল বাংলাদেশ। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।
 
ভারতের বিপক্ষে মিরপুরে রুদ্ধশ্বাস এক ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান মেহেদি হাসান মিরাজ। বাহারি সব শটে ৮৩ বলে খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুুরি। ইশান কিশানের ডাবল সেঞ্চুরির ইনিংসকে পেছনে ফেলে তার সে ইনিংসটি জিতে নিয়েছে বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের পুরস্কার। 

প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে অসম্ভব জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ। পরের ম্যাচে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলে অবিশ্বাস্য ব্যাটিংয়ে করেছেন সেঞ্চুরি। মিরাজের এমন পারফরম্যান্সে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের অলরাউন্ডদের ব্যাটিং প্রদর্শনীকে স্বীকৃতি দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

ইবাদতের ৭ বলের স্পেলে দুমড়ে মুচড়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে। স্মরণীয় সেই স্পেল ডানহাতি এই পেসার শেষ করেছিলেন ৭ ওভারে ৩ মেইডেন, ১৫ রান আর ৩ উইকেট নিয়ে। শেষ দিনে রস টেলরকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেটও। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। ইবাদতের সেই বোলিংকেই বছরের সেরার স্বীকৃতি দিয়েছে ওয়েবসাইটটি।

ইএসপিএন প্রকাশিত অ্যাওয়ার্ডের তালিকায় আছেন যারা

টেস্ট ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: জনি বেয়ারস্টো, ১৩৬ বনাম নিউজিল্যান্ড, নটিংহ্যাম

টেস্ট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: ইবাদত হোসেন, ৬/৪৬ বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই

ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: মেহেদি হাসান মিরাজ, ১০০* বনাম ভারত, মিরপুর

ওয়ানডে বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: জসপ্রিত বুমরাহ, ৬/১৯ বনাম ইংল্যান্ড, ওভাল

টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: সুরিয়াকুমার যাদব, ১১১* বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই

টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: স্যাম কারান, ৩/১২ বনাম পাকিস্তান, মেলবোর্ন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence