শূন্য রানে আউট ৭ ব্যাটসম্যান, ১০ রানে অলআউট
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩ PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে লজ্জার নজির গড়ল আইল অব ম্যান। ২০০৪ সালে আইসিসির অধিভুক্ত দেশ আইল অব ম্যানকে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে আটকে দিয়েছে স্পেন। এতেই সমগ্র টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্বায়ত্বশাসিত অঞ্চলটি। মাত্র ১০ রানে অলআউট হলেও ৮.৪ ওভার পর্যন্ত বল মোকাবিলা করেছে আইল অব ম্যান। দলটির ৭ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।
১০ রানে অলআউট হওয়ার ম্যাচটি কোনো বয়সভিত্তিক খেলা নয়, ম্যাচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এটা কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।
পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে গেল আইল অব ম্যান। সেইসঙ্গে পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সব থেকে বেশি বল পড়ে থাকতে জয়ের নজির গড়েছে স্পেন।
স্পেন সফরে রোববিবার টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল আইল অব ম্যান। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্পেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আইল অব ম্যান। সেটাই শুরু হয়। তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষপর্যন্ত ৮.৪ ওভারে ১০ রানে অল-আউট হয়ে যায় আইল অব ম্যান। সর্বোচ্চ সাত বলে চার মান করেন জোসেফ বুরোস। সর্বাধিক ১২ বল খেলেন আইল অব ম্যান-র নয় নম্বর ব্যাটার ফ্রেজার ক্লার্ক। সাতজন ব্যাটার কোনও রান করতে পারেননি। চার ব্যাটার কোনওক্রমে খাতা খোলেন। তাদের মধ্যে তিনজন দু'রান করেন। কোনো অতিরিক্ত রানও হয়নি।
স্পেনের হয়ে দুই বোলার (মুহাম্মদ কামরান এবং আতিফ মহামুদ) চারটি করে উইকেট নেন। চার ওভারে চার রান দিয়ে চার উইকেট নেন কামরান। একটি মেডেন দেন। আতিফ চার ওভারে ছয় রান দিয়ে চার উইকেট নেন। দুটি মেডেন ওভার করেন। লর্ন বার্নস তো মাত্র চারটি বল করেন। কোনো রান না দিয়েই দুই উইকেট তুলে নেন।
সেই রান তাড়া করতে নেমে মাত্র দুই বলেই জিতে যায় স্পেন। অর্থাৎ ১১৮ বল বাকি থাকতেই টি-টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছেন রাফায়েল নাদাল, ইকের কাসিয়াস, আন্দ্রে ইনিয়েস্তার দেশের ক্রিকেটাররা। একটি নো-বল করেন আইল অব ম্যান-র বোলার জোসেফ। ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের আওয়েস আহমেদ। ব্যাটিংয়ের সুযোগই পাননি মহম্মদ ইহশান। তারইমধ্যে ওই ম্যাচে একাধিক রেকর্ড তৈরি হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেখা যাবে ২০০ টাকায়
২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির পূর্ণ সদস্যপদ পায় আইল অব ম্যান। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে আইসিসির পূর্ণ সদস্য দেশের সঙ্গে তাদের সব ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২০২০ সালের ২১ আগস্ট তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়, প্রতিপক্ষ ছিল গার্নসি।