পারিবারিক কারণে এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব

এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব
এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব  © সংগৃহীত

এক ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। জরুরি পারিবারিক কারণে আসর থেকে বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অলরাউন্ডার। সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে পেশোয়ার। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফ পর্বে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে। 

পিসিবি বলেছে, জরুরি পারিবারিক কারণে সাকিবকে পেশোয়ার জালমি ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। তার জায়গায় পেশোয়ার দলে যোগ দিচ্ছেন আজমতুল্লাহ ওমরজাই।

পিএসএল ছাড়ার বিষয়ে সাকিব বলেছেন, ‘পারিবারিক কারণে সাময়িকভাবে আমাকে পিএসএল ছাড়তে হচ্ছে। আমি জানি, এখানে আমার অনেক ভক্ত আছেন। এখানে খেলতে তাই মুখিয়ে ছিলাম। তবে হতাশার কিছু নেই। আশা করছি, দ্বিতীয় পর্বে ফিরে আসতে পারবো।’

আরও পড়ুন: সপরিবারে ওমরাহ পালন করছেন মিরাজ

গত ১৪ ফেব্রুয়ারি গিয়েই পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমে পড়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। পেশোয়ারের হয়ে এক ম্যাচ খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে সাকিব করেছিলেন মোটে ১ রান। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।


সর্বশেষ সংবাদ