ফাইনালে দুই রেকর্ড গড়ে ফিরলেন শান্ত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল ম্যাচে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে সিলেট।
প্রথম ইনিংসের ১৩ ওভার শেষে দুই উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে সিলেট। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারেই দুই উইকেট হারায় সিলেট। তবে একপ্রান্ত আগলে রেখে শুরু ধক্কা সামাল দেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেট জুটিতে মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন বড় জুটি।
এ ম্যাচেও অর্ধশতকের দেখা পেয়েছেন শান্ত। আউট হওয়ার আগে ৪৫ বল খেলে ৯ চার ও এক ছক্কায় ৬৪ রান করেন তিনি। অন্যদিকে, ২৬ বলে ৩৫ রানে অপরাজিত আছেন মুশফিক।
এবারের বিপিএলে এটি শান্তর চতুর্থ অর্ধশতক। এর মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে নতুন দুটি রেকর্ড গড়েছেন শান্ত।
ফাইনালে ৪০ রান করে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন এ ব্যাটসম্যান। এর সঙ্গে ৮ রান যোগ করে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এ তরুণ।
এর আগে ২০১৯/২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৪৯১ রান করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।