প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন ইমরানুর

ইমরানুর রহমান
ইমরানুর রহমান  © ফাইল ফটো

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন তার।

শনিবার কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান ইনডোর ফাইনালে স্বর্ণপদক অর্জন করেন ইমরানুর রহমান।

অ্যাথলেটিকসের আন্তর্জাতিক কোনো মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো স্প্রিন্টার গতির ঝড় তুলবেন তা ছিল শুধুই কল্পনার। প্রবাসি অ্যাথলেট ইমরানুর এবার সেই অকল্পনীয় ব্যাপারটাকেই বাস্তবে রূপ দিলেন। যিনি বর্তমানে দেশের দ্রুততম মানব।

দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছেন ইমরানুর। প্রথমে হিটে আলো ছড়ান। সেমিফাইনালে দৌড়ান রেকর্ড টাইমিংয়ে। আর ফাইনালে ফের ঝড় তোলেন ট্র্যাকে। ছাড়িয়ে যান সেমিফাইনালেও টাইমিংকে। তাতে সবার আগে দৌড় শেষ করেন তিনি।

৬.৬৫ সেকেন্ডে সময় নিয়ে দ্বিতীয় হন হংকংয়ের শাক কাম চিং। তৃতীয় হওয়া চিংয়ের স্বদেশি লি হং কিটের টাইমিং ৬.৭৭ সেকেন্ড।

সেমিফাইনালে ইমরানুরের টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ড। এই আসরের আগে এই ইভেন্টে তার সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড।

এই ইভেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার। তবে হিট থেকেই ছিটকে যান তিনি। দৌঁড় শেষ করেন ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে।