যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি: পেলে

ক্ষুদে জাদুকরকে প্রশংসায় ভাসালেন ফুটবল সম্রাট পেলে
ক্ষুদে জাদুকরকে প্রশংসায় ভাসালেন ফুটবল সম্রাট পেলে  © সংগৃহীত

গোটা বিশ্বের শত শত কোটি মানুষের চাওয়া ছিল সোনার কাপটা উঠুক মেসির হাতে। সেই চাওয়া পূরণ হয়েছে। তিনি এখন বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বের সেরা খেলোয়াড়ের মুকুট এখন তার মাথায়। পুরো পৃথিবীর কাছ থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন মেসি। পৃথিবীর মতো এবার ক্ষুদে জাদুকরকে প্রশংসায় ভাসালেন ফুটবল সম্রাট পেলে। তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি জানিয়ে দিলেন, যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে লিওনেল মেসি অবশেষে বিশ্বজয়ের স্বাদ পেলেন। এরপর থেকেই মেসি ভাসছেন প্রশংসার জোয়ারে। এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

মেসিকে অভিনন্দন জানিয়ে ফুটবল সম্রাট পেলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’ 

তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন। পেলে লিখলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছো। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

অবিশ্বাস্য খেলে বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা মরক্কোকেও তিনি অভিনন্দন জানান। বলেন, ‌‘আফ্রিকা জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’

আরও পড়ুন: মেসির বিশ্বকাপ জয়ে বন্ধু নেইমার যা বললেন

বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড়ও  লিওনেল মেসি। দুই হাজার ৩১৪ মিনিট মাঠে ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি ছিলেন দুই হাজার ২১৭ মিনিট। পাঁচটি বিশ্বকাপে গোলে সহায়তা করা একমাত্র খেলোয়াড়ও মেসি। তাঁর কাছাকাছি থাকা পেলে, গ্রজেগর্জ লাতো, ম্যারাডোনা ও ডেভিড বেকহাম তিনটি বিশ্বকাপে গোলে সহায়তা করেছেন। নকআউটে ছয়টি করে অ্যাসিস্ট করেছেন মেসি ও পেলে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence