আর্জেন্টিনা কপালের জোরে উতরে গেল: তসলিমা নাসরিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ PM
কাতার বিশ্বকাপে ব্রাজিলের হার ও আর্জেন্টিনার জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে করা ওই পোস্টটি মুহুর্তেই ভাইরাল হয়।
তসলিমা নাসরিন তার পোস্টে বোঝাতে চেয়েছেন, ব্রাজিল-আর্জেন্টিনা একই মানের দল। অথচ টাইব্রেকারে ব্রাজিল হেরে গেল, আর আর্জেন্টিনা জিতে গেল। তিনি বলেছেন, কপালের জোরেই জিতেছে আর্জেন্টিনা।
পোস্টের শুরুতে তিনি লিখেছেন, ভাগ্যে বিশ্বাস করেন না, কিন্তু কিছু সময় বিশ্বাস করেন। তার এই অবস্থানের সমালোচনা করেছেন ভক্তরা।
নিচে দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি হুবহু দেওয়া হলো:
‘আমি কপালে বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু সময় বিশ্বাস করি। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার মান মোটামুটি একই। ক্রয়েশিয়া আর নেদারল্যান্ডসের গোলকিপার কেউ কারও চেয়ে কম দক্ষ নয়। অথচ টাইব্রেকারে আর্জেন্টিনা উতরে গেল, ব্রাজিল গেল না। এ যদি কপাল না হয়, কপাল তবে কী ‘
‘আমাদের জীবনেও একই খেলা দেখি। একই মানের লেখা লিখে বা গান গেয়ে বা ছবি এঁকে কেউ পুরস্কার পায়, কেউ পায় না। কেউ আবার খারাপ খেলেও কপালগুণে জয়ী হয়, আর কেউ আবার ভালো খেলেও কপালদোষে পিছে পড়ে রয়। খেলা তো খেলা নয়, খেলা আমাদের জীবনের প্রতিচ্ছবি।’
‘ছোট ছোট কালো-শ্যামলা লোকগুলো জগতের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েও লম্বা চওড়া অরডিনারি সাদা খেলোয়াড়দের কুপোকাত করতে হিমশিম খাচ্ছে। তারা কখনও কখনও হাল ছেড়ে দিলেও ইউরোপিয়ানরা কখনই হাল ছাড়তে রাজি নয়। এই হাল না ছাড়ার ব্যাপারটি, এই আত্মবিশ্বাসের ব্যাপারটি, দাঁতে দাঁত চেপে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ব্যাপারটি এই বিশ্বকাপে কারও নজর এড়াচ্ছে না। দক্ষতা তো আছেই সবার, দক্ষতার কাঁধে বসে থাকে কপাল নামক এক দুষ্ট পাখি। পাখিটি বড় ওড়াওড়ি করে।’