সিরিজ বাঁচানোর ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩২ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩২ AM
ভারত-বাংলাদেশ লড়াই মানেই থাকে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। গত কয়েক বছর কাছে গিয়ে বারবার হারতে হয়েছে বাংলাদেশকে। এবার হয়েছে তার উল্টো। উন্মাদনাও বহুগুণ বেড়েছে। টিকিট নিয়ে তৈরি হয়েছে হাহাকার। এখন বাংলাদেশ সিরিজটা নিজেদের করে নিতে পারলেই ‘ষোলো কলা’ পূর্ণ হয়। সেটি কি হবে এই প্রশ্নই এখন সবার মনে। হারতে হারতে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। স্বপ্ন এবার সিরিজ জয়ের। সে লক্ষ্যেই মাঠে নামবে অধিনায়ক লিটন দাসের দল। আর সমতায় ফিরে সিরিজ বাঁচাতে মুখিয়ে থাকবে রোহিত শর্মার ভারত।
আজ বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচে ১ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করতে পারবেন সাকিব-লিটনরা।
এদিকে প্রথম ম্যাচের পারফরম্যান্স থেকে উন্নতির বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচে ভারত খুব ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তাতে প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে। না হলে জয় পাওয়া কঠিন। ওয়ানডেতে বাংলাদেশের আত্মবিশ্বাস আছে। ফলে আগের ম্যাচের চেয়ে উন্নতি করলে বিশ্বের অন্যতম বড় দল ভারতের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়।
দ্বিতীয় ম্যাচেই তাই বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের সুযোগ। শেরে বাংলাই যে এর জন্য আদর্শ জায়গা- বলার অপেক্ষা রাখে না। মাঠটা সাকিব আল হাসানদের চেয়ে কেইবা ভালো চেনেন- পরিচিত জায়গাতেই সিরিজ জয় সহজ হওয়ার কথা। চট্টগ্রামে গেলে ভিন্ন কন্ডিশন, উইকেটও।
আরও পড়ুন: রোলালদোকে ছাড়াই সুইজারল্যান্ডকে উড়িয়ে দিল পর্তুগাল
আজ জয় পেলে ভারতের বিপক্ষে প্রায় সাত বছর পরে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করতে পারবেন সাকিব-মুশফিকরা। ২০১৫ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
যদিও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে শেখর ধাওয়ান জোর দিলেন নতুন শুরুর, এটা হবে নতুন শুরু। আমরা ম্যাচটার দিকে তাকিয়ে আছি। খুব ইতিবাচকও আছি আমরা। কালকে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।
প্রথম ওয়ানডেতে দশম উইকেটে মিরাজ-মুস্তাফিজের ৫১ রানের জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে শেষে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে। এরপর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।