আজ মাঠে নামবে স্পেন-জার্মানি: পরিসংখ্যানে যা বলছে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১১:৫০ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ১১:৫০ AM
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন বনাম জার্মানি দুই বিশ্ব চ্যাম্পিয়নের একমাত্র লড়াই আজ। সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১-২ গোলে হেরে শুরুতেই বিদায়ের আতঙ্ক চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান শিবিরে। আজ রবিবার রাত ১টায় দোহার আর বাইত স্টেডিয়ামে স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি।
পাসের ফুলঝুরিতে কোস্টারিকাকে নাস্তানুবুদ করেছে স্পেন। এ বার সামনে জার্মানি। ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। পুরো টুর্নামেন্টে করেছিল মাত্র ৮ গোল তাতেই চ্যাম্পিয়ন। তার পরের বিশ্বকাপেই চ্যাম্পিয়ন জার্মানি। কাতার বিশ্বকাপে আজ মুখোমুখি স্পেন ও জার্মানি। ২০১০ সালে মোট ৮ গোল দিয়ে চ্য়াম্পিয়ন হওয়া স্পেন এ বার প্রথম ম্যাচেই দিয়েছে ৭ গোল।
অন্য দিকে, জার্মানি প্রথম ম্য়াচে জাপানের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরেছে। এ বারের বিশ্বকাপে অন্যতম অঘটন ছিল সেটি।
স্পেন এবং জার্মানির খেলার ধরনে একটা মিল রয়েছে। দু-দলই পাসিং ফুটবল পছন্দ করে। পার্থক্য হল, জার্মান দল পাসিং ফুটবলের পাশাপাশি গতিকেও প্রাধান্য দেয়। স্পেন পাসিং ফুটবল খেললেও তা তুলনামূলক মন্থর। এ বার যদিও চিত্রটা অন্যরকম। এক ঝাঁক তরুণ ফুটবলার দিয়ে দল সাজিয়েছেন কোচ লুইস এনরিকে।
প্রথম ম্যাচেই নজর কেড়েছে তার দল। জার্মানির বিরুদ্ধে ম্যাচের আগে পরিকল্পনা সম্পর্কে স্প্যানিশ ফুটবলার ড্যানি ওলমো বলেন, ‘বল যতক্ষণ আমাদের পায়ে, বিপদের সম্ভাবনা কম। বল পজেশন ধরে রাখা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। স্প্যানিশ দল পজেশন ধরে রাখতে পারলেই ভয়ঙ্কর হয়ে ওঠে। জার্মানির বিরুদ্ধে বল পজেশন ধরে রাখারই মূল লড়াই হতে চলেছেন। জার্মানির মানসিকতাই হল, ওরা যেনতেন প্রকারে জিততে মরিয়া থাকে। ওদের খেলার ধরন সমেপরেকো সম্পূর্ণ ধারনা রয়েছে।
আরও পড়ুন: দুর্দান্ত গোলে ম্যারাডোনার পাশে মেসি
জার্মানির বিরুদ্ধে জিতলেই নক আউট নিশ্চিত স্পেনের। উল্টো দিকে, এই ম্যাচে হার মানে বিদায়ের সম্ভাবনা জার্মানির। তার আগে অবশ্য কোস্টারিকা, জাপান ম্যাচের ফলের উপরও নির্ভর করছে
পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।
ফিফা র্যাংকিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র্যাংকিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।