আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে আরও এক মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১০:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম (১৭) নামের এক কিশোর মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে। পৌর শহরের ষোলহাসিয়া এলাকার বাসিন্দা শামিম। তার বাবার নাম হামিদুল ইসলাম। এ ঘটনায় সাজ্জাদ (১৯) নামে আরও এক কিশোর আহত হয়েছেন।
আরও পড়ুন: ৩২ শতাংশ স্কুলশিক্ষকের প্রশিক্ষণ নেই
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে যান সমর্থক শামিম ও সাজ্জাত। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত সাজ্জাদকে।
ঘটনা নিশ্চিত করে পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান জানান, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাত বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দুজনেই ছিটকে মাটিতে পরে যায়।