টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো টাইগাররা

বাংলাদেশ-ভারত
বাংলাদেশ-ভারত  © সংগৃহীত

সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচের দুটি জিতে এরইমধ্যে নিজেদের সফলতম টি ২০ বিশ্বকাপ নিশ্চিত করেছেন সাকিব আল হাসানরা। চতুর্থ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো টাইগাররা। আজ বুধবার বাংলাদেশ-ভারতের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের ওপর নির্ভর করছে সুপার টুয়েলভে গ্রুপ দুইয়ের পয়েন্ট টেবিলের অনেক হিসাব-নিকাশ। 

বিশ্বকাপে নেদারল্যান্ডের পর জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে সাকিব বাহিনী। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্বকাপের সেমিফাইনালের দিকে চোখ তাদের। আজকের ম্যাচে ভারতকে হারালেই সেই স্বপ্ন পূরণে কাছাকাছি পৌঁছে যাবে টাইগাররা।

বাংলাদেশ দলের শেষ ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প ছাড়া কোনো কিছুই ভাবছে না সাকিব বাহিনী। 

গত ৩ বছরে এই দুই দলের মধ্যেও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। আজকের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে। তবে এই ভ্যানুতেই ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে বিদায় করে দেয়। সাকিব বাহিনী নিশ্চয় চাইবে ভারতকে হারিয়ে আবারও সেই সুখস্মৃতি আবারও জাগিয়ে তুলতে।

আরও পড়ুন: আজ মাঠে নামার আগে রোহিত-কোহলিদের চাপ সাকিবের

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ভারতের সম্ভাব্য একাদশ

কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

উল্লেখ্য, গ্রুপ টু-এ সব দল ৩টি করে ম্যাচ খেলার পরে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে এক নম্বরে। ভারত ও বাংলাদেশের সংগ্রহ রয়েছে ৪ পয়েন্ট করে। ভারত নেট রান-রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ অবস্থান করছে তিন নম্বরে। পাকিস্তান রয়েছে জিম্বাবুয়ের পিছনে পাঁচ নম্বরে। একেবারে শেষে অবস্থান করছে নেদারল্যান্ডস।


সর্বশেষ সংবাদ