৫ মিনিটেই হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেড্রো

পেড্রো
পেড্রো  © সংগৃহীত

আসছে কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গা হবে কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে তার জন্য যে কঠোর প্রতিদ্বন্দ্বীতা করবেন সেটার যেন প্রমান দিয়েই যাচ্ছেন পেড্রো। জাতীয় দল থেকে ক্লাবে ফিরতেই আরও বিধ্বংসী মেজাজে দেখা গেল তাকে। ফ্লামেঙ্গোর হয়ে ব্রাগান্টিনোর বিপক্ষে করলেন হ্যাটট্রিক, সেটাও মাত্র ৫ মিনিটের ব্যবধানে।

৫ মিনিটে হ্যাট্রিক করে, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার আগম বার্তা দিয়ে রাখলেন পেড্রো। ব্রাজিলিয়ান ইয়াংস্টার ৬৬' ৭০' ৭১' মাত্র পাঁচ মিনিটের ব্যাবধানে হ্যাটট্রিক করেছেন। 

এছাড়াও ফ্লামেঙ্গোর হয়ে ১টি গোল করেছেন গাব্রিয়েল বারবোসা। সাথে ১ টা পেনাল্টিও মিস করেন। ফ্লামেঙ্গো ম্যাচটি ৪-১ গোলে জিতেছে।

আরও পড়ুন: মেসির চোখ জুড়ানো ফ্রি-কিকে পিএসজির জয়

উল্লেখ্য, বর্তমানে ফ্লামেঙ্গোর হয়ে দুর্দান্ত পারফর্ম করা পেড্রো সর্বশেষ ব্রাজিলের দুটি ম্যাচের স্কোয়াডে ছিলেন। তারমধ্যে শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোলও পেয়েছেন তিনি। ব্রাজিলের জার্সি গায়ে পেড্রোর ছিল প্রথম আন্তর্জাতিক গোল। 


সর্বশেষ সংবাদ