রাতে মাঠে নামবে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

মেসি-নেইমার
মেসি-নেইমার  © টিডিসি ফটো

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা।  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিশিয়া। মেসির দল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় মুখোমুখি হবে জ্যামাইকার।

ফ্রান্সে বিশ্বকাপের আগে ব্রাজিলের এটিই শেষ প্রীতি ম্যাচ। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল সবশেষ ম্যাচে ঘানাকে হারিয়েছে ৩-০ গোলে। এই ম্যাচের আগে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ তিতে। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে আসতে পারে এই সিদ্ধান্ত। গোলরক্ষক অ্যালিসন বেকারের পরিবর্ত আজ মাঠে নামতে পারেন সিটির এডারসন। মাঝমাঠে ক্যাসেমিরোর পরিবর্তে সুযোগ পেতে পারেন ফ্যাবিনিয়ো। আর ডিফেন্স লাইনেও আসতে পারে রদবদল।

আরও পড়ুন: ফুটবলার ওজিলের ঘরে এসেছে নতুন অতিথি

১৯৮৬ সালের পর আলবিসেলেস্তাদের কপালে জুটেনি বিশ্বসেরা হওয়ার সুযোগ। দলের মহাতারকা লিওনেল মেসি ইতিমধ্যেই পার করেছেন জীবনের ৩৫ বসন্ত। তার অধিনায়কত্বে জাতিকে বিশ্ব মঞ্চে গৌরব এনে দেওয়ার এটাই শেষ সুযোগ। আশার কথা হচ্ছে স্কালোনির অধীনে ক্যারিয়ারের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি কার্যকরী এখন মেসি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ২০২০ বিজয়ী ইতালিকে ৩-০ গোলে পরাজিত করা আর্জেনটিনাও আছে দারুণ ছন্দে। বিশ্বকাপের গ্রুপ সি-তে পোল্যান্ড, মেক্সিকো এবং সৌদি আরবের সঙ্গে থাকা আলবিসেলেস্তাদের খুব একটা বেগ পেতে হবে না দ্বিতীয় রাউন্ডের টিকেট পেতে।

ব্রাজিলের মতো কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা। মেসির জোড়া গোল করার সবশেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। নিউইয়র্কের রেড বুল অ্যারেনায় জ্যামাইকার বিপক্ষেও বড় জয়ের জন্য মাঠে নামবে মেসির দল। আর্জেন্টাইন একাদশে আসতে পারে পরিবর্তন। গত ম্যাচে বিশ্রাম দেয়া আনহেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো ফিরতে পারেন একাদশে। সেই সাথে হন্ডুরাস ম্যাচে বদলি হেসেবে নেমে ভালো করা এনজো ফার্নান্দেজ এই ম্যাচে প্রথম একাদশে নামার সুযোগ পেতে পারেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence