আইসিসির ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েরা

আইসিসির ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েরা
আইসিসির ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েরা  © সংগৃহীত

২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা নিশ্চিতই হয়ে গেছে বাংলাদেশের। মেয়েরা দেশের জন্য একের পর এক সুনাম বয়ে আনছে । এক সপ্তাহের ব্যবধানে দুইটি চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়েছে দেশকে। তার ঠিক ছয় দিনের মধ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের নারীরা। বাঘিনীদের এই জয়ে সম্মান জানাতে ভুল করেনি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েদের ছবি দিয়েছেন আইসিসি। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুটটারের কাভারে বাংলাদেশ নারী দলের ছবি ব্যবহার করেছে। 

ফেসবুকের ছবিতে কোনো ক্যাপশন না লিখলেও টুইটারের কাভারে আইসিসি লেখে, টুর্নামেন্ট বিজয়ীরা। ফাইনালে জয় দিয়ে বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছে।

আরও পড়ুন: অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত মেয়েদের

এর আগে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। এতে তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হায় বাংলাদেশের নারীরা।


সর্বশেষ সংবাদ