ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ঢাকার কাছাকাছি যেসব রিসোর্টে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৪:৫৮ PM

ঈদুল আজহার ছুটি অনেকের কাছেই পরিবার বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর শ্রেষ্ঠ সুযোগ। কিন্তু ঢাকায় যারা ঈদ করবেন তাদের পক্ষে দূরের কোনো স্থানে ভ্রমণে যাওয়া সম্ভব হয় না। তাই ঢাকার কাছাকাছি কিছু রিসোর্টে অল্প সময়ে যাতায়াত, তুলনামূলক সাশ্রয়ী খরচ এবং আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এসব স্থানে কাটাতে পারেন আপনার ঈদের ছুটি।
সারাহ রিসোর্ট
প্রকৃতির কোলে নির্মিত এ বিশ্রামাগারে রয়েছে সুইমিংপুল, শিশুদের খেলার মাঠ, খাবারের আয়োজন এবং সুন্দর বিশ্রামের ব্যবস্থা। পরিবার, স্বামী-স্ত্রী কিংবা বন্ধুদের নিয়ে ভ্রমণের জন্য এটি উপযুক্ত।
ভাওয়াল রিসোর্ট
বিলাসবহুল কুটির, বিশ্রামকক্ষ, ঘরোয়া খেলা, রুচিশীল খাবারের ব্যবস্থা রয়েছে এখানে। সবুজ পরিবেশে আরাম করে সময় কাটাতে চাইলে এটি হতে পারে একটি আদর্শ স্থান।
রাজেন্দ্র ইকো রিসোর্ট
প্রকৃতির মাঝে আধুনিক আরাম—এই দুটি মিলিয়ে গড়া একটি সুন্দর অবকাশ কেন্দ্র। রয়েছে হেলিকপ্টার নামার ব্যবস্থা, হরিণ দেখার সুযোগ, স্বাস্থ্য ক্লাব এবং স্বাস্থ্যসেবা।
ছুটি রিসোর্ট
পরিবার ও শিশুদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটানোর জন্য এটি একটি নিরাপদ ও পরিপাটি রিসোর্ট। কৃত্রিম জলাধারে নৌকাবিহার, খোলা মাঠ, খেলাধুলার সুযোগ এবং বাংলার গ্রামীণ ছোঁয়া পাওয়া যাবে এখানে।
নক্ষত্রবাড়ি রিসোর্ট
চিত্রনায়ক ফেরদৌস নির্মিত এই স্থানে রয়েছে ছোট চলচ্চিত্র প্রদর্শনকক্ষ, স্নানঘর, চিত্রকলা প্রদর্শনী, এবং বৈচিত্র্যপূর্ণ খাবার। শিল্প-সংস্কৃতিমনা যারা, তাদের জন্য এটি বাড়তি আনন্দের।
ড্রিম হলিডে পার্ক
রিসোর্ট ও আনন্দ উদ্যান একত্রে গড়ে ওঠা একটি পরিবারকেন্দ্রিক অবকাশ কেন্দ্র। রয়েছে ওয়াটার পার্ক, নানা রকম দোলনা, খাবারের দোকান ও আরামদায়ক বিশ্রামাগার।
সোনারগাঁও রিসোর্ট
ঐতিহাসিক স্থাপনার আশেপাশে গড়ে ওঠা এই রিসোর্টটি দিনে ঘোরার জন্য যেমন ভালো, তেমনি রাত যাপনের জন্যও আরামদায়ক।
জল ও জঙ্গল রিসোর্ট
নদীর ধারে ও গাছপালার ছায়ায় তৈরি এই রিসোর্টে রয়েছে নৌবিহার, ঝুলন্ত সেতু, গ্রামীণ খাবার ও খোলা পরিবেশ। যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এটি চমৎকার।
নরসিংদী ইকো রিসোর্ট
শান্ত, নিরিবিলি এবং ঘন সবুজ পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে কুটির, ছোট পুকুর, ঘরোয়া খাবার এবং বিশ্রামের সুন্দর ব্যবস্থা।