বাফুফে ভবনে সংবাদ সম্মেলন

সাফজয়ী অধিনায়ক-কোচের একটু বসার জায়গা হলো না!

বাফুফে ভবনে সংবাদ সম্মেলন
বাফুফে ভবনে সংবাদ সম্মেলন  © সংগৃহীত

পুরো দেশবাসীর উচ্ছ্বাসের কমতি নেই হিমালয় জয় করে আনা নারী ফুটবল দলকে নিয়ে। তাদের বরণ করতে বুধবার দুপুর থেকে বিমানবন্দর এলাকা ছিল মুখরিত। ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাজসিক অভ্যর্থনা জানানো হয় সাবিনাদের।

কিন্তু বাফুফে ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সে ভবনে ছিল না কোনো আলোকসজ্জা। ব্ড্ড বেরঙিন ভবনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। কিন্তু ওই সংবাদ সম্মেলনে একটু বসার জায়গা হয়নি চ্যাম্পিয়ন দলের সেনাপতি সাবিনা খাতুন ও চ্যাম্পিয়ন টিমের কোচ গোলাম রব্বানী ছোটনের। সংগঠনের সভাপতি কাজী সালাহউদ্দিনই এদিন যেন সবার প্রাণকেন্দ্রে ছিলেন। দীর্ঘক্ষণ বক্তৃতাও দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের সহ-সভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যা আবদুস সালাম মুর্শেদী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদের পেছনে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সাবিনা ও ছোটনরা। দাঁড়িয়েই সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য রাখেন তারা।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। নেটিজেনরা বলছেন, যাদের জন্য আজকের এই উৎসবের আয়োজন, যাদের জন্য এই আনন্দের উপলক্ষ্য, তারাই একটু বসতে পারলো না? এ কেমন আয়োজন বাফুফের।

কেউ কেউ আবার বলছেন, দীর্ঘদিনের দায়িত্বে যাদের সফলতার নজির নেই, তারা কেন আজ বসে? ওই চেয়ারে থাকবে শুধু ইতিহাস গড়ার কারিগররা। 

কেউ আবার বলছেন, বিরল সংবাদ সম্মেলন, যেখানে বসার চেয়ার হয়নি বিজয়ী অধিনায়ক ও কোচের। তবে সংবাদ সম্মেলনের শেষের দিকে অবশ্য বসার সুযোগ মিলেছিল দুইজনেরই। 

সংবাদ সম্মেলনের ছবি শেয়ার করে ফেসবুকে সানাউল হক সানী লিখেছেন, সাবধান! সামনে কিন্তু বিশ্বজয়ী কর্তৃপক্ষ বসে আছেন। পেছনে বসে কাচুমাচু করছেন কোচ, প্লেয়ার.. অপূর্ব, আহা কি অপূর্ব !

মওদুদ সুজন নামে আরেকজন লিখেছেন, প্রাথমিক বিদ্যালয় জীবনে এক আবাসিক স্কুলে থাকতাম। সেখানে গানের শিক্ষক দুলাল স্যার আমাদের একটা কোরাস গান শিখিয়েছিলেনঃ "ডিমপাড়ে হাঁসে, খায় বাগঢাসে!" ছবির সাথে সেটার মিল থাকতেও পারে... আবার তোরা মানুষ হ...

আহমেন শওকি লিখেছেন, আপনার সারাদিনের আনন্দগুলো ফিকে করে দিতে এরকম একটা মুহূর্তই যথেষ্ট..


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence