কমেছে এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা   © সংগৃহীত

গত বছরের তুলনায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে পরীক্ষার কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  এ তথ্য জানান। 

তিনি জানান, 'এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। মাদ্রাসা বোর্ডে অংশগ্রহণ করবেন ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।'

শিক্ষামন্ত্রী জানান, 'এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। গত বছর ছিল ৩ হাজার ৬৭৯টি। সে হিসেবে মোট কেন্দ্র বেড়েছে ১১১টি। এ বছর মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। গত বছর ছিল ২৯ হাজার ৩৫ টি। সে হিসেবে মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি।'

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, 'আমাদের প্রত্যেক পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী একটা বড় সংখ্যায় থাকে। গত বছর আমরা সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নিয়েছি। তাতে পাসের হারও অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল। সে কারণে এবার অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম। সে কারণে মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।'

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা: মানতে হবে ৬ নির্দেশনা

এদিকে গত বছর এসএসসি পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। সে হিসেবে ২০২১ সালের তুলনায় এবার মোট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

এছাড়া এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ লাখ ৮ হাজার ২৩৬ জন, মানবিক বিভাগের ৭ লাখ ৯০ হাজার ৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৩ লাখ ১ হাজার ৩৮৪জন। পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ এবং সবচেয়ে কম শিক্ষার্থী বরিশাল বোর্ডে ৯৫ হাজার ৯৭৬ জন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence