শিক্ষিকার হাতে জুতাপেটার শিকার স্কুলের প্রধান শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৫:১৪ PM , আপডেট: ১৪ মার্চ ২০২২, ০৬:৫০ PM
কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার হাতে জুতাপেটার শিকার হলেন একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান রুবেল এবং সহকারী শিক্ষিকা মুরশিদা আক্তার দুইজনই ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
গত শনিবার (১২ মার্চ) ওই বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইতোমধ্যে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুরশিদা আক্তার।
আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ক্যামিলা ক্যাবেলো
এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহলের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
তবে, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করার কথা রয়েছে।