ক্যাডেট কলেজে ভর্তি আবেদন চলছে, পরীক্ষা ২৮ জানুয়ারি
- আজাদ নাকির
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৫:৩৮ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২২, ০২:৩৫ PM
২০২২ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাডেট কলেজসমূহ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এসব কলেজে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি।
ক্যাডেট কলেজে ভর্তির আবেদর শুরু হয়েছে আরও আগেই। আগ্রহীদের আগামি ১৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন: স্মৃতি থেকে আঁকা ম্যাপে ৩৩ বছর পর মা-ছেলের পুনর্মিলন
এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি।
আবেদনের শর্তাবলী:
- ক্যাডেট কলেজে ভতিচ্ছু শিক্ষার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে।
- ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ১ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ১৩ বছর ৬ মাস।
- বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা হতে হবে ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি।
- ভর্তি আবেদনের জন্য অভিভাবককে খরচ করতে হবে ১হাজার ৬শ টাকা।
আরও পড়ুন: মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম কুমিল্লার শরীফুল
উল্লেখ্য, ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষা হয় ৩০০ নম্বরের। এর মধ্যে গণিতে ১০০, বাংলায় ৬০, ইংরেজিতে ১০০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ, স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন করতে ভিজিট করুন এই লিংকে।