আইডিয়ালে সপ্তমবারের এডহক কমিটি, নতুন সভাপতি রবিউল ইসলাম

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ  © ফাইল ফটো

নিয়মিত গভর্নিং বডির কমিটি নির্বাচন করতে না পারায় সপ্তমবারের মতো এডহক কমিটি দেওয়া হয়েছে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। বর্তমান কমিটির মেয়াদের শেষের দিনে এই কমিটি দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামকে। কমিটির মেয়াদ হবে ছয় মাস। এর মধ্যে গভর্নিং বডির নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেবেন তারা।

আজ রবিবার (১৮ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই এডহক কমিটি করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই কমিটি ছয় মাস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন করে দেবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র শিক্ষক শাহেলী পারভীন, অভিভাবক প্রতিনিধি ড. এ কে এম কুদরত ই হাসান, পোষ্য প্রতিনিধি তাহমিদ হাসান। কমিটির সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বর্তমান কমিটি মেয়াদ আজশেষ হয়েছে। এর মধ্যে আজ নতুন এডহক কমিটি দেওয়া হলো। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বর্তমান গভর্নিং বডি ছিল আলোচিত সমালোচিত। ১৩ জনের পরিচালনা কমিটির সাতটি পদই ছিল শূন্য। এরই মধ্যে স্কুলের একজন ছাত্রীকে বিয়ে করে পদত্যাগ করেন দাতা সদস্য খন্দকার মুসতাক আহমেদ। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!