শরীয়তপুরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল সাড়ে ২৪ লাখ নতুন বই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৯ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৯ PM
শরীয়তপুরে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে সাড়ে ২৪ লক্ষ নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার লক্ষ্যে নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়।
সকাল ১১টায় জেলা শহরে অবস্থিত পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারবেজ হাসান। প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় ৬ লাখ ৩১ হাজার বই।
আরও পড়ুন: মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ
এছাড়াও মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ১৮ লক্ষ ৩৩৪ বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা ।
তারা আরও জানান, এখনও কিছু বই বাকি রয়েছে। সেগুলো অতি শীঘ্রই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
বই উৎসবে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সহ অন্যান্যরা।