বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রথা বাতিলের দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৫:০৫ PM

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রথা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া। তিনি বলেন, ম্যানেজিং কমিটি প্রথা বিদ্যালয়ের অর্থ তছরুপ ও লুটপাট করার একটি বন্দোবস্ত, এই ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। অবসর ও কল্যাণ ভাতা দীর্ঘসূত্রতার কারণে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। মানবিক কারণে আবেদন করা শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুততম সময়ের মধ্যে প্রাপ্তির নিশ্চয়তা বিধান করতে হবে।
আজ রবিবার (১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি।
বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি পূরণের দাবি জানিয়ে মাওলানা এবিএম জাকারিয়া বলেন, বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি পূরণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।
আরও পড়ুন: নগদে অনিয়মের অভিযোগ তদন্তে স্ত্রীসহ আতিক মোর্শেদকে দুদকে তলব
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বিলুপ্ত করায় সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, মেধার ভিত্তিতে সর্বক্ষেত্রে নিয়োগ দিতে হবে। সুতরাং প্রাইমারি স্কুলের পাশাপাশি শিক্ষার সব স্তরে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যকর হলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হবে।
তিনি বলেন, পাশাপাশি সরকারি-বেসরকারি শিক্ষায় বিরাজমান বৈষম্য দূরীকরণের জন্য জাতীয়করণ এখন সময়ের দাবি। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং ঝড়ে পড়া রোধ করতে হবে। শিক্ষার বৈষম্য দূর করা ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম চেতনা। সরকারি শিক্ষকদের ন্যায় ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা দিতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের শিক্ষা খাতে সকল দুর্নীতির বিচার করতে হবে এবং অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে যাতে করে ভবিষ্যতে শিক্ষা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।