বছরের শুরুতে বই না পেয়ে স্কুল বিমুখ প্রাথমিকের শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
নতুন বছরের প্রথম মাস শেষ হতে চলেছে। কোনো কোনো স্কুলে কিছু বই পেলেও, এখনও একটি বইও হাতে পায়নি প্রাথমিক স্তরের প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। অনলাইন থেকে প্রিন্ট করে শিক্ষার্থীদের সরবরাহ করার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। আবার কোনো প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে না অনলাইন কপিও। এতে স্কুলে যেতে আগ্রহ পাচ্ছে না শিক্ষার্থীরা।
শহর এলাকায় অনেক অভিভাবকরা নিজ খরচে অনলাইন প্রিন্ট করে সন্তানদের হাতে দিচ্ছেন বই। কিন্তু প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এ সুবিধা থেকে।
গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে পুরোনো বই দিয়ে। বইয়ের স্বল্পতায় কিছু কিছু প্রতিষ্ঠানে এক বেঞ্চে একটি বই দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দুই বেঞ্চের শিক্ষার্থীরা মিলে একটি মাত্র বই দেখার সুযোগ পাচ্ছে।
এদিকে বই না পাওয়ার এবং পড়াশোনা আটকে থাকার শঙ্কায় গ্রামীণ এলাকার কোনো কোনো অভিভাবক সন্তানদের মাদরাসায় নিয়ে যাচ্ছেন। এতে করে বিদ্যালয়ে উপস্থিতি একেবারে কমে যাচ্ছে।
অন্যদিকে শহরের সচেতন শিক্ষার্থীরা অনলাইন কপি প্রিন্ট করে বাসায় পড়াশোনা করছেন। কিন্তু স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। অনলাইন কপি প্রিন্ট করতে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে অভিভাবকদের।