মায়ের পা ধুয়ে ভালোবাসা নিবেদন করলো স্কুল শিক্ষার্থীরা

মায়ের পা ধুয়ে ভালোবাসা নিবেদন করছেন শিক্ষার্থীরা
মায়ের পা ধুয়ে ভালোবাসা নিবেদন করছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বিশ্ব ভালোবাসা দিবস আজ। দিনটি নিয়ে সাধারণত প্রেমিক-প্রেমিকাদের মাঝে বেশি আগ্রহ দেখা যায়। তবে এবার এই দিনটিকে ঘিরে ভিন্নধর্মী আয়োজন করেছে টাঙ্গাইলের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার শহরের এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল নামের ওই ‍শিক্ষা প্রতিষ্ঠান মা এবং শিশুদের জন্য রেখেছিল বিশেষ আয়োজন। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। এ নিয়ে টানা পঞ্চমবারের মত এ ধরনের আয়োজন করলো বিদ্যালয়টি।

সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপরই মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে পার্কটি কানায় কানায় ভরে ওঠে।

আরো পড়ুন: ছিনতাইকালে হাতে-নাতে আটক সেই ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি

সরেজমিনে দেখা যায়, পার্কে সারিবদ্ধ হয়ে বসে আছেন মায়েরা। আর মগে পানি নিয়ে একসঙ্গে দেড় শতাধিক মায়ের পা ধুয়ে ভালোবাসা প্রকাশ করেন সন্তানরা। পরে মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয় তারা। এ সময় আবেগে আপ্লুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরেন। শিশুরাও মেতে ওঠে আনন্দে।

অভিভাবক সামিমা নাসরিন সিথী বলেন, “শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। তাই স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হবে।”

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী নীলাদ্রি খান বলে, “আমি মায়ের পা ধুয়ে দিয়েছি; মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।”

মুগ্ধ নামের প্রথম শ্রেণীর আরেক ছাত্র বলে, “আমি মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারাদিন পেয়েছি; মায়ের পা ধুয়ে দিয়েছি।”

আরো পড়ুন: ভালোবাসা দিবসে স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেলেন যুবক

আয়োজনের বিষয়ে স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, “আমরা মনে করি, ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোন বিশেষ দিন প্রয়োজন হয় না। তারপরও বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই এই আয়োজন করে থাকি। আমরা প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি, বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।”

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। জান্নাত জিরিয়া খান ছোঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, “এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন অনুষ্ঠান আমি প্রথম দেখলাম। এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence