আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে অধ্যয়ন করুন আজারবাইজানে

বাকু প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাকু প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন আজাবাইজানে। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ এপ্রিল ২০২২ সাল পর্যন্ত।

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোন পছন্দের বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। বৃত্তিটি জন্য আবেদন করতে লাগবে না কোনো রেজিস্ট্রেশন ফি। শিক্ষার্থীরা ইংরেজি ভাষা টেস্ট সার্টিফিকেট ছাড়া আবেদন করতে পারবেন। বৃত্তিটি জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুন: উদাও হয়ে গেছে কয়েক কোটি জন্মসনদের তথ্য

সুযোগ-সুবিধা:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* শিক্ষার্থীরা প্রতিমাসে ৮০০ মানাত পাবেন। বাংলাদেশী টাকায় যার পরিমান ৪০ হাজার টাকা।
* ভিসা ও রেজিস্ট্রেশন খরচ প্রদান করা হবে।
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

যোগ্যতা:

*যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
* স্নাতকে শিক্ষার্থীর বয়স ২৫ বছরের বেশি হওয়া যাবে না।
* স্নাতকোত্তরে শিক্ষার্থীর বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
* পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: হুইপ স্বপনের পিতার মৃত্যুতে জাবি ছাত্রলীগের দোয়া মাহফিল

আবেদনে যা লাগবে:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ও  বিস্তারিত জানতে এখানে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ