আকর্ষণীয় স্কলারশিপ দিচ্ছে বেলজিয়ামের এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়

এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়
এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন বেলজিয়ামের এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছর ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত।

এ বৃত্তিটির নাম ‘মাস্টার মাইন্ড স্কলারশিপ’ বিশ্বে সর্বোচ্চ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে যাদের একাডেমিকে উল্লেখযোগ্য ফল রয়েছে। বৃত্তিটি জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি পাবেন। এছাড়া শিক্ষার্থী দুই বছরের আবাসন, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা উপবৃ্ত্তি পাবেন।

আর পড়ুন: ২৯ ঘণ্টা পর উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ সচল

এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়টি ১৮৫২ সালে বেলজিয়ামের এন্টওয়ার্প শহরে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি গবেষণার মানে গ্রোবাল রেকর্ড অনুযায়ী সারা পৃথিবীতে ১৯৪ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধা:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতি বছর ৮ হাজার ৪০০ ইউরো প্রদান করবে। যা বাংলাদেশী টাকায় ৮ লাখের অধিক।
* শিক্ষার্থীরা দুই বছরে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পাবেন।
*বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

যোগ্যতা:

*যেকোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
*ব্যাচলরে সিজিপিএ ৩.৫ থাকতে হবে আউট অফ ৪ এর মধ্যে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ব্রান্ড স্কোর ৭ তুলতে হবে বা টোফেলে কমপক্ষে ৯৪ স্কোর তুলতে হবে।

আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।


সর্বশেষ সংবাদ