স্নাতক করুন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা  © সংগৃহীত

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনযাত্রার খরচের সমমূল্যের অর্থ প্রদান করবে। তিন বছর পর্যন্ত এ বৃত্তি দেয়া হবে। শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে এ স্কলারশিপ দেয়া হয়।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে উচ্চশিক্ষার জন্য এটি প্রাচীনতম প্রতিষ্ঠান। গবেষণার মান ও সংখ্যা উভয় ক্ষেত্রেই এটি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।

সুবিধাসমূহ:

* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* টিউশন ফি’র সমমূল্যের অর্থ প্রদান করা হবে।

* জীবনযাত্রার খরচের সমমূল্যের অর্থ প্রদান করা হবে।

যোগ্যতা:

* আন্তর্জাতিক ছাত্র হতে হবে।

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* আবেদনকারীদের অবশ্যই ২০২০ সালের জুন এর আগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে হবে।

* ইউবিসিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

* ইংরেজি ভাষা দক্ষতা প্রদর্শন করতে হবে।

* স্নাতকে পড়াকালীন অবশ্যই ভালো ফলাফল ধরে রাখতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ