এশিয়ার শিক্ষার্থীদের জন্য ‘জেরা এশিয়া স্কলারশিপ’ উদ্বোধন

  © ফাইল ফটো

জেরা এশিয়া স্কলারশিপ উদ্বোধন করল বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায় সামিটের অংশীদার জেরা কো. ইনকরপোরেটেড। এই স্কলারশিপের মাধ্যমে এশিয়ার দেশের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টি অব জাপানে ২৫ মার্চ ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান এবং ভিয়েতনামের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে।

জেরা এবং সামিট বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে ব্যবসার অংশীদার।

জেরা চেয়ারম্যান তোশিহিরো সানো বলেন, `ইতোমধ্যে আমরা আমাদের জ্বালানি এবং অবকাঠামো ব্যবসার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছি এবং আশা করি, ‘জেরা এশিয়া স্কলারশীপ' ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

এ স্কলারশিপ আইইউজের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সের ১০০ শতাংশ ভর্তি ফি, ১০০ শতাংশ টিউশন ফিসহ জাপানি ইয়েন ১ লাখ ৫০ হাজার মাসিক বৃত্তি প্রদান করবে।

‘জেরা এশিয়া স্কলারশিপ’-এর লক্ষ্য হচ্ছে এশিয়ার মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং জাপান থেকে উচ্চশিক্ষা নিয়ে যেন তারা ভবিষ্যতে এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হয়।

আবেদন করতে ভিজিট করুন: https://www.iuj.ac.jp/admis/scholarship/


সর্বশেষ সংবাদ